শিবমন্দিরে হামলা : জড়িতদের গ্রেপ্তারে ১৫ দিনের কর্মসূচি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/07/photo-1496853641.jpg)
জয়পুরহাটে ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বারো শিবালয় শিবমন্দিরে হামলার প্রতিবাদে জেলার সব মন্দিরে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মন্দিরটির মূর্তি ভাঙচুরের প্রতিবাদে আজ বুধবার সকালে এই কর্মসূচি পালন করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
জেলার সব মন্দিরে কালো পতাকা উত্তোলন, কালো ব্যানার ও হিন্দু ধর্মাবলম্বীরা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে। এই কর্মসূচি থেকে মন্দিরে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।
জয়পুরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ জানান, এই কর্মসূচি আগামী ১৫ দিন পর্যন্ত চলবে। এর মধ্যে কোনো আসামি গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ২৬ মে রাতে জয়পুরহাটের সদর উপজেলার বেল আমলা গ্রামের ছোট যমুনা তীরের প্রাচীন বারো শিবালয় মন্দিরের ১২টি শিবলিঙ্গ শিলাসহ শিবের বাহন গরু (নন্দী) মূর্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে নাশকতা চালায় দুর্বৃত্তরা।