বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে এনটিভির যুগপূর্তি উদযাপন

‘সময়ের সাথে আগামীর পথে’—এই স্লোগানে বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে প্রতিষ্ঠার এক যুগপূর্তি উৎসব পালন করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। আজ শুক্রবার দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে।
২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে দেশের প্রথম অটোমেশনভিত্তিক যুগোপযোগী বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি)। কাজের স্বীকৃতিস্বরূপ এনটিভি ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে ‘আইএসও ৯০০১:২০০৮’ সনদ লাভ করে। এরই মধ্যে এনটিভি পেয়েছে দেশ ও দেশের বাইরে বহু পুরস্কার। দেশের বিভিন্ন স্থান থেকে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির এক যুগপূর্তির খবর পাঠিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা :
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় : আজ সকালে পঞ্চগড় প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী মুক্তি পরিষদের নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান বাবলা, বিশিষ্ট ঠিকাদার কামরুজ্জামান শাহানশাহ, আবুল কাশেম রুমেল, বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন রণিক, এনটিভির পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ। এর আগে শুক্রবার রাত ১২টায় পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এনটিভির এক যুগপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিরা।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে থেকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর উদ্বোধনের মধ্য দিয়ে বের হয় এনটিভির এক যুগপূর্তি উপলক্ষে কুমিল্লার গণমানুষের একটি আনন্দ র্যালি। র্যালিটি কুমিল্লা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা প্রেসক্লাবে এসে শেষ হয়। কুমিল্লার সর্বস্তরের মানুষ কুমিল্লা প্রেসক্লাব ভবনে এনটিভির এক যুগপূর্তিতে এনটিভিকে শুভেচ্ছা জানান।
কুমিল্লা প্রেসক্লাব ভবনে আয়োজিত আলোচনা সভায় অনুষ্ঠানের এনটিভির ধারাবাহিক সাফল্য কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র মনিরুল হক সাক্কু। এনটিভির সফলতা কামনা ও এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সানাউল হক। কুমিল্লা সনাকের আহ্বায়ক শাহ আলমগীর খান, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারিসহ কুমিল্লার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পেশাজীবী সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, এনটিভির শ্রোতা, দর্শক ও ভক্তরা উপস্থিত ছিলেন।
আবদুস সাত্তারের সঞ্চালনায় এনটিভির এক যুগপূর্তিতে র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন কুমিল্লায় এনটিভির প্রতিনিধি মো. জালাল উদ্দিন। পরে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনায় এনটিভির কুমিল্লা প্রতিনিধির হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় হোমিওপ্যাথি ডক্টরর্স ফোরামসহ বেশ কয়েকটি সংগঠন।
এ বি এম ফজলুর রহমান, পাবনা : এনটিভির যুগপূর্তি উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আলোচনা সভা হয়।
পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট এ বি এম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি কামাল সিদ্দিকীর সঞ্চলনায় যুগপূর্তির অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুব উল আলম মুকুল, প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক রণেশ মৈত্র, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ উল হক রানা।
এ ছাড়া এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে আরো বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মো. আজমল হোসেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ভাষাসৈনিক এম আনোয়ারুল হক, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিৎ নাগ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক দৈনিক জোড়বাংলা ও বিটিভি প্রতিনিধি আবদুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, চ্যানেল আই ও যুগান্তর প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, ডেইলি অবজারভার প্রতিনিধি নরেশ মধু, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক মুক্তিযোদ্ধা এবাদত আলী প্রমুখ।
এ সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন মো. কামরুজ্জামান, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক, দৈনিক সিনসা সম্পাদক প্রফেসর এস এম মাহবুব আলম, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর রুমি খন্দকার, পাবনা জেলা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, টেলিভিশন সাংবাদিক সমিতির আহ্বায়ক স্থানীয় সাপ্তাহিক বাঁশপত্রের সম্পাদক রাজিউর রহমান রুমি, বাংলাদেশ বেতার প্রতিনিধি শুশীল তরফদার, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, দি নিউ এজ প্রতিনিধি মাহফুজ আলম, দি ইনডিপেনডেন্ট প্রতিনিধি আবুল এহসান এলিচ, দেশ টিভি প্রতিনিধি জিকে সাদী, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মো. আশরাফ উজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহন, বার্তা সংস্থা ইউএনএসের বার্তা সম্পাদক এস পারভেজ, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহের সুলতানা পারভীন, পাবনা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস চাঁদু, প্রবীণ সাংবাদিক আ ক ম মোস্তাফিজুর রহমান চন্দন, দৈনিক ভোরের ডাকের পাবনা প্রতিনিধি আবদুর রশিদ, মাছরাঙা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, যমুনা টিভির প্রতিনিধি ছিফাত রহমান সনম, পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ইউএনবি প্রতিনিধি এস এম আলাউদ্দিন, এস এ টিভির কলিট তালুকদার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি শেখ তৌফিক হাসান, সহসভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম রিপনসহ পাবনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীলসমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের মডেল হলো এনটিভি।
পরে এনটিভির স্টাফ করেসপনডেন্ট এ বি এম ফজলুর রহমানকে সঙ্গে নিয়ে অতিথিরা ১২ পাউন্ড ওজনের কেক কাটেন।
নাসির আহমেদ, গাজীপুর : এনটিভির এক যুগপূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর শহরে এতিম ও হাফেজ শিশুদের কোরআনখানির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে এতিম শিশুদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। ইফতারের আগে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ এনটিভি পরিবারের সবার মঙ্গল কামনায় দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন গাজীপুর সিটি করপোরেশন জামে মসজিদের পেশ ইমাম এবং উত্তর ছায়াবিথি হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা কাউসার আহমাদ হাবিবী।
গাজীপুর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক এবং শহরের বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর : আজ সকালে এনটিভির জেলা কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়া, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, অধ্যাপক কার্তিক সেনগুপ্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. কাউছার ও বিআরডিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন রিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
রশীদ আল মুনান, পিরোজপুর : আজ সকাল ১০টায় এনটিভি দর্শক ফোরাম পিরোজপুর প্রেসক্লাব থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : আজ সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় বক্তব্য দেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর আওয়ামী লীগের সদর থানা সভাপতি এবং খুলনা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, খুলনা মহানগর জাতীয় পার্টি আহ্বায়ক আলহাজ আবুল হোসেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মহানগর সভাপতি মাওলানা নাসিরউদ্দিন, খুলনা প্রেসক্লাবের সভাপতি সকবুল হোসেন মিন্টু, খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক গৌরাঙ্গ নন্দী, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, শিল্পপতি আলহাজ শরীফ ফজলুর রহমান, এনটিভির খুলনা ব্যুরোপ্রধান মুহাম্মদ আবু তৈয়ব প্রমুখ।
পরে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়। র্যালিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খুলনা প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালি চলাকালে প্রথমে সাইকেলের কসরত প্রদর্শন করেন দিলীপ কুমার। র্যালি শুরুর আগে মুহাম্মদ আবু তৈয়বকে এনটিভির পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ নানা সংগঠন।
শ. ম সাজু, রাজশাহী : আজ বেলা ১১টার দিকে নগরীর আলুপট্টি থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলুপট্টি মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ইকবাল মতিন, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান প্রমুখ। এনটিভি পরিবারের পক্ষ থেকে রাজশাহী অফিস প্রধান শ. ম সাজু র্যালিতে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর : আজ বেলা ১১টায় জেলা শহরের চৌরঙ্গীর মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদারসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : আজ সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে বের হয় যুগপূর্তির র্যালি। এটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহসভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, নারী নেত্রী রোমেজা আক্তার মাহিন, এনটিভির স্টাফ করেসপনডেন্ট আহমেদ সাব্বির সোহেলসহ অন্য সাংবাদিকরা এনটিভির সাফল্য কামনা করে বক্তব্য দেন।
রবিউল ইসলাম, বাগেরহাট : আজ সকালে বাগেরহাটের সর্বস্তরের লোকের সমাগমে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। র্যালিতে বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, অধ্যাপক মোশারেফ হোসাইন, মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান মাহফুজ, সাবেক সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহা, সাংবাদিক শওকত আলী বাবু, ইয়ামিন আলী, কামরুজ্জামান, হেদায়েত হোসেন লিটন, আল আমিন খান সমুন, ফকির হাসান আলী, মো. রিফাত প্রমুখ অংশ নেন।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : আজ সকাল ১০টায় মাগুরা প্রেসক্লাব চত্বর থেকে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে স্থানীয় চৌরঙ্গী মোড়ে ‘মাদক প্রতিরোধে’ এনটিভির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় এনটিভির মাগুরার স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র ইকবাল আকতার খান কাফুর। বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু, দৈনিক খেদমত পত্রিকার সম্পাদক খান সরাফত হোসেন, সাপ্তাহিক গ্রামীণ বাংলার সম্পাদক তারিকুল আনোয়ার তরুণ ও জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমান।
বক্তারা যুগপূর্তির শুভেচ্ছা জানিয়ে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার ওপর জোর দেন। অন্যদিকে মাদকের বিরুদ্ধে পুলিশকে আন্তরিক থেকে কঠোর ভূমিকা পালন এবং সাধারণ মানুষকে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান।
র্যালি ও মানববন্ধন কর্মসূচিতে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সব বয়সী শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা : আজ বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন পুলিশ সুপার রশীদুল হাসান। এরপর মুক্তিযোদ্ধা, সুশীলসমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি প্রেসক্লাবে এসে শেষ হয়।
সেখানে সাংবাদিক জেড আলমের সঞ্চালনায় আলোচনায় স্বাগত বক্তব্য দেন এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওহাব মল্লিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ। বক্তারা সবাই এনটিভির একযুগ পূর্তিতে অভিনন্দন জানিয়ে চ্যানেলটির অতীতের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
মারুফ আহমেদ, সিলেট : আজ সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুগপূর্তির র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপস্থিত শুভানুধ্যায়ীরা এনটিভির পথচলায় সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুারোপ্রধান আল আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহি উদ্দিন সেলিম, বিশিষ্ট আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুল, যুগান্তরের সিলেট প্রতিনিধি আবদুর রশিদ রেনু, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, দেশ টিভির ব্যুরোপ্রধান বাপ্পা ঘোষ চৌধুরী, যমুনা টেলিভিশনের ব্যুরোপ্রধান মাহবুবুর রহমান রিপন, স্টাফ রিপোর্টার প্রত্যুষ তালুকদার, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো ইনচার্জ শাকির হোসাইন, এসএ টিভির ব্যুরোপ্রধান আবদুল আলিম শাহ, চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার গোলজার আহমেদ, স্টাফ ক্যামেরাপারসন শফি আহমেদ, বাংলা টিভির ব্যুরোপ্রধান আহমাদ সেলিম, মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি এ এ চৌধুরী শিপার, এশিয়ান টিভির ক্যামেরাপারসন জয়নাল আবেদীন আজাদ, ক্যামেরাপারসন নিরানন্দ পাল, শুভ্র রাজন ও শ্যামানন্দ শ্যামল, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, সম্মিলিত নাট্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, হোটেল গোল্ডেন সিটির ম্যানেজার মোস্তফা ইউসুফ জালাল, ব্যবসায়ী মুরাদ বক্স, তিব্বিয়া কলেজ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ইউনানী চিকিৎসক এমদাদ মিয়া, সুমন খানসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে আজ সকাল ১০টার দিকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি শ ম হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের শহীদ-ই-হাসান তুহিন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংবাদিক মাহবুবুর রহমান, ভবতোষ চৌধুরী নূপুর, সুজন হায়দার জনি, জসিম উদ্দিন দেওয়ান, জোয়েল রানা, অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ।
এ সময় প্রধান অতিথি জেলা আইনজীবী সমিতির সভাপতি শ ম হাবিবুর রহমান বলেন, এনটিভি একটি ব্যতিক্রম ধারার টিভি চ্যানেল। এই চ্যানেলের সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনের ধরন অন্যান্য চ্যানেলের চেয়ে আলাদা ও সাবলীল। তিনি এনটিভি পরিবারের সঙ্গে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শাহীন মোহাম্মদ আমানউল্লাহ বলেন, দেশীয় ইতিহাস ও প্রত্নতত্ত্ব সম্পদের অনুসন্ধানী সংবাদ পরিবেশন এনটিভিকে আলাদা মাত্রা দিয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, আধুনিক ও ভিন্ন মাত্রার অনুষ্ঠান পরিবেশনায় এনটিভি অনেক এগিয়ে।
এদিকে এনটিভির গৌরবের একযুগ পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যায় দোয়া মাহফিল, ইফতার ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
হাবিবুর রহমান খান, চাঁদপুর : গতকাল বৃহস্পতিবার চাঁদপুরের হাজীগঞ্জে এনটিভির দর্শক ফোরাম ও বিশিষ্টজনদের উপস্থিতিতে রাত ১২টা ১ মিনিটে এনটিভির এক যুগপূর্তি উপলক্ষে কেক কাটেন হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারী। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবিব অরুণ, হাজীগঞ্জ পৌর কাউন্সিলর মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এর আগে বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে হাজীগঞ্জ মডেল ইউনিভার্সিটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, এনটিভির দর্শক ফোরাম ও বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।
ফজলে এলাহী, রাঙামাটি : এনটিভির এক যুগপূর্তি উৎসব উপলক্ষে আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরের চারুকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এটি পুরো শহর প্রদক্ষিণ করে রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সেলিম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা এনটিভি পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন, বিগত সময়ের মতো ভবিষ্যতেও এনটিভি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা অব্যাহত রাখবে এমন প্রত্যাশার কথা জানান।
এস এম উমেদ আলী, মৌলভীবাজার : আজ সকালে জেলা প্রশাসক মো. কামরুল হাসান ও মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতির নেতৃত্বে এনটিভির যুগপূর্তির র্যালি বের হয়। এটি প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে এনটিভির জেলা প্রতিনিধি এস এম উমেদ আলীর কাছে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, এনটিভি শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশে-বিদেশে অগণিত মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি নতুন করে এনটিভির সংবাদসহ বিনোদনমূলক অনুষ্ঠান অনলাইনে দেখার সুযোগ থাকায় দর্শকদের কাছে আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে। যুগপূর্তিতে এনটিভির সব সাংবাদিক, কলাকুশলীর সমন্বয়ে দৃঢ় প্রত্যয়ে তাঁদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সহসভাপতি আবদুল হামিদ মাহবুব, অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, পাতকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব, রেডিও পল্লীকণ্ঠের জ্যেষ্ঠ স্টেশন ব্যবস্থাপক মেহেদী হাসান, প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, বাংলাভিশনের প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মাছরাঙার প্রতিনিধি ফেরদৌস আহমদ দুলাল, দেশটিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটি, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও এস এ কাঁকন।
পরে প্রধান অতিথি নতুন প্রজন্মের মধ্যে দেশীয় ফলদ বৃক্ষ আম, কাঁঠাল, লিচু ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ : আজ সকালে শহরের টাউন ক্লাব মিলনায়তন থেকে শিক্ষার্থীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবদুল ওদুদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মনিম উদ দৌলা চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, প্রবীণ সাংবাদিক তসলিম উদ্দীন, এনটিভির চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলক। বক্তারা এনটিভির বর্ণাঢ্য পথচলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : সাতক্ষীরায় এনটিভির যুগপূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পক্ষপাতহীন, রুচিশীল ও পরিচ্ছন্ন সংবাদ পরিবেশনে এনটিভি এগিয়ে রয়েছে। তাঁরা বলেন, এই ধারাবাহিকতা বজায় রাখতে এনটিভির সব সাংবাদিক ও কলাকুশলীদের অবিরাম কাজ করতে হবে। শুধুই সন্ত্রাস দুর্নীতি, অনিয়ম বিশৃঙ্খলা ও নেতিবাচক খবর নয় দেশের চলমান উন্নয়নধারা, মুক্তিযুদ্ধ, ক্রীড়া, সংস্কৃতি, বিনোদন, ইতিহাস ও ঐতিহ্যের কথাও তুলে ধরতে হবে প্রতিষ্ঠানটিকে। রাজনৈতিক পক্ষপাতহীনতার মধ্যে এনটিভি আগের মতোই জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হবে বলেও উল্লেখ করেন তারা।
যুগপূর্তি উপলক্ষে আজ শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় এনটিভিকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন সমাজের সুধীজনরা। শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে সুধী সমাবেশ হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুল আহসান এনটিভির দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘দেশের কোটি দর্শক রুচিশীল ও পরিচ্ছন্ন মানের সংবাদ ও অন্যান্য প্রোগ্রাম দেখতে চায়। এনটিভি দর্শকদের সেই চাহিদাই মেটাচ্ছে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি শেখ আজহার হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল হামিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শফিক উদদৌলা সাগর, দৈনিক পত্রদূত সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, বেসরকারি সংস্থা স্বদেশের পরিচালক মাধব দত্ত, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি আজহারুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারী, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসীন হোসেন বাবলু ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার এম কামরুজ্জামান। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক সভাপতি এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে এনটিভির যুগপূর্তির কেক কাটেন। এ সময় করতালি দিয়ে এনটিভির শুভ কামনা করেন তাঁরা। রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর : আজ সকাল সাড়ে ১০টার দিকে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন এনটিভির জেলা প্রতিনিধি রেজ-আন-উল বাসার তাপস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মেহেরপুর নিউজ ২৪ ডটকমের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও জিটিভির প্রতিনিধি রফিকুল আলম।
বক্তারা বলেন, এনটিভি ১২ বছর ধরে যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে, আগামীতে সে ধারা অব্যাহত রাখবে। পাশাপাশি আরো বিভিন্ন বিনোদনমূলক ও ছোটদের জন্য ব্যতিক্রমধর্মী এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রচার করবে। এ ছাড়া এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা। জেলার ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।
আরিফ ইসলাম, ফরিদপুর : আজ সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মাসুদ হোসেন র্যালির উদ্বোধন করেন। এটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের মুজিব সড়ক ঘুরে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, এনজিও, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজনীন হায়দার, সদস্য সচিব ও বিশিষ্ট নারীনেত্রী আইভি মাসুদ, এফডিএর পরিচালক মো. আজাহারুল ইসলাম, বিএফএফের নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, এস এম তরুণ, মো. সিরাজুল ইসলাম, মাহবুব হোসেন পিয়াল, মনিরুজ্জামান মনির, সেলিম হোসেন, ফরহাদ হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন, ছাত্রলীগ নেতা মিথুন কর্মকার, স্বেচ্ছাসেবক দল নেতা হেমায়েত হোসেন হিমু, শেখ সুলতান মাসুদ, স্বজল, নাঈম, ছাত্রদল নেতা মিঠু, স্মরণ, সুমন, তাজুল, এজাজুল, ফরিদ, সোহেল, রুমন রহমান, বাপ্পি, রনি, নূরুল ইসলাম, অরূপ, অমিও, অনিক প্রমুখ।
মো. আহসান হাবীব, রাজবাড়ী : আজ সকালে রাজবাড়ী প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা ও যুগপূর্তির কেক কাটা হয়। রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির প্রধান অতিথি হিসেবে কেক কেটে শিশুদের মিষ্টিমুখ করান।
এখানে রাজবাড়ীর এনটিভির দর্শক ফোরামের সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকীর আবদুল জব্বার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গাজী আহসান হাবিব, ওয়ার্কার্স পার্টির নেতা রেজাউল করিম রেজা, জেলা প্রেসক্লাবের সভাপতি বাবু মল্লিক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক বক্তব্য দেন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় ইফতার পার্টির আয়োজন করা হয়।
কাজল বরণ দাস, পটুয়াখালী : আজ বেলা ১২টায় শহরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট প্রাঙ্গণে এসে শেষ হয। পরে সার্কিট হাউস মিলনায়তনে এনটিভির স্টাফ করেসপনডেন্ট ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজল বরণ দাসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক যুগ্ম সচিব অমিতাভ সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ, সদর সার্কেলের এএসপি সাহেব আলী পাঠান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মোল্লা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহ, অতিরিক্ত পিপি কমল দত্ত, অ্যাডভোকেট উজ্জ্বল বসু প্রমুখ।
আলোচনা সভা শেষে এনটিভির যুগপূর্তি উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম সজল, যশোর : বেলা ১১টায় যশোর প্রেসক্লাব চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সম্পাদক আহসান কবীর, এনটিভির স্টাফ করেসপনডেন্ট সাইফুল ইসলাম সজলসহ জাতীয় ও স্থানীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় যশোরে কর্মরত সাংবাদিক, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন।
মো. আফজাল হোসেন, ভোলা : বর্ণাঢ্য র্যালি আর আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় পালিত হয়েছে এনটিভির একযুগ পূর্তি উদযাপিত হয়েছে। আজ সকালে ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে আলোচনা সভা হয়। ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শওকাত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সম্পাদক মো. আফজাল হোসেনের উপস্থাপনায় জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম বক্তব্য দেন। উপস্থিত ছিলেন সাংবাদিক মোকাম্মেল হক মিলন, অমিতাভ রায় অপু, ফয়েজ আহমেদ, মো. হেলাল উদ্দিন, মো. কামরুল ইসলাম, এইচ এম জাকির, আদিলুর রহমান তপু, মো. আমিন, মো. শামিম, উৎপল দেবনাথ, লক্ষণ, ব্যবসায়ীদের মধ্যে ছিলেন মো. আবুল খায়ের, মো. আনোয়ার হোসেন, নাজমুল ইসলাম, ছাত্রদল নেতা ও ব্যবসায়ী মো. রনি ও এনটিভির দর্শক ফোরামের সভাপতি মো. অমি প্রমুখ। পরে জেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি : আজ সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আলোচনা সভা হয়। জেলা প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মজিদ আলী। বক্তব্য দেন এনটিভির খাগড়াছড়ি প্রতিনিধি আবু তাহের মুহাম্মদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ প্রমুখ। পরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। প্রেসক্লাব চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি আদালত সড়ক, ভাঙ্গাব্রিজ হয়ে পৌর টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা এনটিভির অগ্রযাত্রায় শুভেচ্ছা জানিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এর আগে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি নুরুল আজম, চ্যানেল আই প্রতিনিধি দিলীপ চৌধুরী, বাংলাভিশন প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, যমুনা টেলিভিশনের প্রতিনিধি কফিল মাহমুদ এনটিভির এক যুগপূর্তিতে শুভেচ্ছা জানান।
আসাদুর রহমান জয়, নওগাঁ : আজ শুক্রবার দুপুরে শহরের চিশতি মোটেলের হলরুমে প্রধান অতিথি হিসেবে এনটিভির এক যুগপূর্তি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি মো. ইসরাফিল আলম এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম ধলু। এ সময় জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র প্রদীপ কুমার সরকার, আদমদীঘি থানা শ্রমিক লীগের আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম রাজা, প্রবীণ সাংবাদিক মো. আফাজ উদ্দিন, লেখক ও কলামিস্ট এ বি এম রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কায়েস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, একুশে টিভির নওগাঁ প্রতিনিধি এম আর ইসলাম রতন, যমুনা টিভির নওগাঁ প্রতিনিধি শফিক ছোটন, চ্যানেল ২৪-এর নওগাঁ প্রতিনিধি হারুন অর রশিদ চৌধুরী, বৈশাখী টিভির নওগাঁ প্রতিনিধি আরিফুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মহসিন মিলন, বেনাপোল : এনটিভির এক যুগপূর্তি উপলক্ষে আজ যশোরের বেনাপোলে একটি র্যালি বের হয়। এটি বেনাপোল প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এতে বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম শরীফুল আলম, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান ও শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ : আজ দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও সহ-সভাপতি আমিরুজ্জামান।
এনটিভির যুগপূর্তিতে সংবাদকর্মীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী এবং প্রবীণ সাংবাদিক সুবীর বসাক।
পরে একটি আনন্দ শোভাযাত্রা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার : আজ বিকেলে কক্সবাজার শহরের শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এটি প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কক্সবাজার প্রেসক্লাবে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রবীণ সাংবাদিক আবু তাহের চৌধুরী, প্রবীণ সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসানুর রশীদ, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, সিটিএন২৪ ডট কমের প্রধান সম্পাদক সরওয়ার আলম প্রমুখ। র্যালি শেষে এনটিভি কক্সবাজার জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
এম আর মুর্তজা, মাদারীপুর : আজ সকালে মাদারীপুর প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে প্রেসক্লাবে আলোচনা সভা হয়। এনটিভির মাদারীপুর জেলা প্রতিনিধি এম আর মুর্তজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হান পারভেজ, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা আকন্দ প্রমুখ। এ সময় বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন।
পরে গাছের চারা বিতরণ করে তা জেলার বিভিন্ন স্থানে রোপণ করা হয়। সন্ধ্যায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান : বর্ষপূর্তিকে ঘিরে বান্দরবানে বিনামূল্যে দুই শতাধিক ফলদ গাছের চারা বিতরণ করা হয়। আজ সকাল সাড়ে ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুগপূর্তির টি-শার্ট ও টুপি পরে অংশ নেয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এনটিভি যুগপূর্তি স্মরণীয় করে রাখতে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, সাধারণ সম্পাদক মিনারুল হক, এনটিভির বান্দরবান প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার আয়োজকদের পক্ষে শিশু-কিশোর এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিনামূল্যে দুই শতাধিক ফলদ গাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল কুদ্দুছ বলেন, ‘একযুগ নয়, এনটিভি পথ চলুক আরো শত শত বছর। মানুষের কল্যাণে এবং দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ভূমিকা রাখবে। দেশের সংস্কৃতি বিকাশে এনটিভির ভূমিকা প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষতা অটুট রেখে সংবাদের গুণগতমান ধরে রাখতে সক্ষম হয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিকুল ইসলাম বলেন, এনটিভির খবর এবং অনুষ্ঠানগুলো মানসম্মত। দেশের অন্যান্য চ্যানেলগুলোর তুলনায় এনটিভি এখনো ব্যতিক্রম।
কাজী রাশেদ, চান্দিনা : বৃহস্পতিবার সকালে চান্দিনা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই চত্বরে এসে শেষ হয়। এ সময় র্যালিতে অংশ নেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আলী আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলে উদ্দিন, কৃষি কর্মকর্তা শওকত হোসেন ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, এনটিভির চান্দিনা প্রতিনিধি কাজী রাশেদসহ চান্দিনায় কর্মরত সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।
হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ : যুগপূর্তি উপলক্ষে আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। এনটিভির হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সফিউল আলম, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হোসেন, স্যাটেলাইট ক্যাবল অ্যাসোসিয়েশন এয়ারলিংকের চেয়ারম্যান নুরউদ্দিন জাহাঙ্গীর ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমির হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়ালসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবু জাহির বলেন, এনটিভি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে তাতে কোনো সন্দেহ নেই।
জেলা প্রশাসক সাবিনা আলম ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, এনটিভির খবর ও অনুষ্ঠানমালা বিশেষ করে নাটক খুবই মানসম্মত। তাঁরা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মহিবুর রহমান চৌধুরী তছনু, নবীগঞ্জ : গতকাল দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এর আগে নতুন বাজার মোড়ে হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু। বক্তব্য দেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ সাইফুল জাহান চৌধুরী, মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, সাংবাদিক এ টি এম সালাম, এম এ আহমদ আজাদ, সরওয়ার শিকদার, আবুল কালাম মিঠু, অলিউর রহমান অলি, ফরিদ আহমদ শিকদার, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি খলকু আহমদ চৌধুরী, মতিউর রহমান মুন্না, বুলবুল আহমদ, মহিবুর রহমান,এম এ কশেম প্রমুখ।
ভজন দাস, নেত্রকোনা : আজ শুক্রবার দুপুর ১২টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও বক্তব্যের মাধ্যমে এনটিভির এক যুগপূর্তি উৎসবের কর্মসূচি শুরু করা হয়। সভা শুরুর আগে এনটিভির জেলা প্রতিনিধি ভজন দাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যরা।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সাংবাদিক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, অ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ম কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক লাভলু পাল চৌধুরী, জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এ কে এম আবদুল্লাহ, সাংবাদিক দিলওয়ার খান, নেত্রকোনা এনটিভি দর্শক ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক প্রমুখ।
পরে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এসে শেষ হয়।