সকালের নীরবতা ভেঙে এনটিভির যুগপূর্তি র্যালি
শুক্রবার সকালের নীরবতা ভেঙে দিয়ে হঠাৎই উৎসবমুখর হয়ে উঠেছিল রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকা। উড়েছে রং-বেরঙের বেলুন। ঘোড়ার গাড়ির সঙ্গে সঙ্গে চলেছে ব্যান্ডপার্টির উন্মাতাল বাজনা। কারওয়ান বাজার থেকে শাহবাগ পর্যন্ত এমন এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে এনটিভির এক যুগপূর্তি অনুষ্ঠান।
এনটিভির কর্মীরা নেচে-গেয়ে মাতিয়ে রাখেন র্যালি। র্যালিতে নেতৃত্ব দেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
‘সময়ের সাথে আগামীর পথে’—এই স্লোগানে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ধারণ করে ২০০৩ সালে যাত্রা শুরু করেছিল এনটিভি। এর পর বাংলাদেশের শীর্ষ এই টেলিভিশন চ্যানেল সফলতার সঙ্গে পার করেছে ১২ বছর। ৩ জুলাই প্রথম প্রহরেই অতিথিদের নিয়ে কেক কেটে এই যুগপূর্তি অনুষ্ঠান উদযাপনের সূচনা করেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী।
তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টায় শুরু হয় জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি। এনটিভির মঙ্গল কামনা করে এই র্যালিতে অংশ নিয়েছিলেন এনটিভি পরিবারের সদস্য ছাড়াও বিশিষ্টজনরা।
এনটিভির পথচলায় দেশ-বিদেশের অগণিত দর্শকের অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ মোসাদ্দেক আলী। তিনি বলেন, ‘এনটিভি এক যুগ ধরে যেভাবে মানুষকে বস্তুনিষ্ঠ ও নির্মল আনন্দ দিয়ে গেছে, আগামী দিনেও তা অব্যাহত রাখবে।’
যুগপূর্তি উপলক্ষে মোহাম্মদ মোসাদ্দেক আলী এক যুগপূর্তি উপলক্ষে ক্যাবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, সর্বস্তরের মানুষ, শিল্পী-সাহিত্যিক, রাজনীতিবিদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ ছাড়া এনটিভির যুগপূর্তির বিশেষ মুহূর্তে এনটিভি পরিবারের কর্মী ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, নিউজ টুডের সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, চিত্রপরিচালক আমজাদ হোসেন, অভিনেতা মাহফুজ আহমেদ, নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেত্রী সুমাইয়া শিমু প্রমুখ।