সোনাইমুড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় সাজু মিয়া (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার পালপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনু মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সাজু মিয়ার বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও এলাকার বাসিন্দা আমেনা বেগম জানান, তিন সন্তানের বাবা সাজু মিয়া একজন দিনমজুর। তাঁর স্ত্রী হাসি বেগম পরকীয়ার সঙ্গে যুক্ত থাকায় বিষয়টি নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। পরকীয়ায় বাধা দেওয়ায় কিছুদিন এলাকার সন্ত্রাসী দিয়ে সাজুকে নির্যাতন করান হাসি বেগম। বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফা সালিস হয়েছে।
আমেনা বেগম বলেন, এর আগে হাসি-সাজু দম্পতি ঢাকায় বসবাস করতেন। ঢাকায় তাঁদের নিজস্ব জমি ও সোনাইমুড়ির বাড়িতে একটি ফসলি আছে। হাসি বেগমের কারণে ওই জমি বিক্রি করতে বাধ্য হন সাজু।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিয়া বলেন, লাশ উদ্ধারের ঘটনায় হাসি বেগম থাকায় মামলা করতে এসেছিলেন। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকায় মামলা নেওয়া হয়নি। নিহতের পক্ষে কেউ আসলে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।