মাগুরায় কিশোরের গলা কাটা লাশ উদ্ধার
মাগুরার শ্রীপুর উপজেলার মধুপুর গ্রামে সাধন বৈরাগী (১৫) নামের এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে বাড়ির পাশের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাধন বৈরাগীর বাবা দশরথ বৈরাগী জানান, নিজবাড়ির বারান্দায় ঘুমাত সাধন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে সাধন আর ফিরে না আসায় আজ শনিবার ভোর রাত থেকে বাড়ির সবাই খোঁজাখুঁজি শুরু করে। সকালে বাড়ির পাশের একটি পাটক্ষেতে তার গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
সাধনকে কে বা কারা, কেন হত্যা করেছে তা বলতে পারছেন না দশরথ বৈরাগী। সাধন সদর উপজেলার গাংনালিয়া বাজারে তার এক আত্মীয়র অটো গ্যারেজে কাজ করত। চারদিন আগে সে বাড়িতে এসেছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম রেজা জানান, সাধন নামের এক কিশোরের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। কে বা কারা, কেন তাকে হত্যা করেছে তদন্তের পর জানা যাবে।