এনটিভির যুগপূর্তিতে কেক কাটলেন স্বাস্থ্যমন্ত্রী
এনটিভির একযুগ পূর্তি উপলক্ষে সিরাজগঞ্জে কেক কাটলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ শুক্রবার দুপুরে কেক কাটার সময় তিনি এনটিভির কর্মকর্তা, কর্মচারীসহ সব স্তরের কর্মীদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. শামসুদ্দিন, কাজীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাফিউল আলমসহ সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সিরাজগঞ্জে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসএস রোডে এনটিভির জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতা আবদুল কুদ্দুস, হেলাল আহম্মেদ, গাজী শাহাদত হোসেন ফিরোজী প্রমুখ। শোভাযাত্রায় আইনজীবী, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিককর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।