চট্টগ্রামে এনটিভির বর্ণাঢ্য যুগপূর্তি উদযাপিত
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানে বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে প্রতিষ্ঠার একযুগ পূর্তি উৎসব পালন করছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। আজ শুক্রবার দেশের অন্যান্য স্থানের মতো বন্দরনগরী চট্টগ্রামেও বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে।
২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে দেশের প্রথম অটোমেশনভিত্তিক যুগোপযোগী বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি)। কাজের স্বীকৃতিস্বরূপ এনটিভি ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল হিসেবে ‘আইএসও ৯০০১ : ২০০৮’ সনদ লাভ করে। এরই মধ্যে এনটিভি পেয়েছে দেশ ও দেশের বাইরে বহু পুরস্কার।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আজ সকালে বেলুন উড়িয়ে এনটিভির যুগপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হেসেন চৌধুরী, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, বখতেয়ার উদ্দিন খান, অ্যাডভোকেট নুরুল ইসলাম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও শৈবাল দাশ সুমন উপস্থিত ছিলেন।
চট্টগ্রামবাসীর পক্ষ থেকে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন জানিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, এনটিভি একযুগ পেরিয়ে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। এটি বাংলাদেশের বাস্তবতায় অনেক বড় মাইলফলক। দেশে অনেক ধরনের প্রতিকূলতা কাটিয়ে এনটিভি তার আপন গতিতে চলছে। যেহেতু ইলেকট্রনিকস মিডিয়া, এখানে দর্শকদের মন জয় করাটাই বড় বিষয়। এ ক্ষেত্রে এনটিভি এ কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সফলতার সঙ্গে করতে পেরেছে। এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে এবং এটাই অব্যাহত রাখবে আগামী দিনগুলোতে।
দেশের মধ্যে চট্টগ্রামের সম্ভাবনা বেশি উল্লেখ করে আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রামের সমস্যা চিহ্নিত করে সমস্যার অনুকূলে জনমত তৈরি করে সমস্যা সমাধানে এনটিভি আরো বেশি বলিষ্ঠ ভূমিকা রাখবে।
নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এনটিভির দৃষ্টিনন্দন ও রুচিশীল অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। তিনি বলেন, এনটিভি যুগ পেরিয়ে আগামী বছরগুলোতে মানুষের মন আরো জয় করবে এমন প্রত্যাশা তাঁর।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, এনটিভি তাঁর জন্মের পর থেকে দেশের মাটি ও মানুষের কথা বলে আসছে। কাজ করছে বাংলাদেশের উন্নয়নের জন্য। বাংলাদেশের শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সব ক্ষেত্রে এনটিভির অবদান অনেক বেশি। আগামী দিনগুলোতে এনটিভি তার ধারা অব্যাহত রাখবে এমন প্রত্যাশা করেন তিনি।
নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, এনটিভি সবাইকে নিয়ে এগিয়ে চলুক। পুরো বাংলাদেশ এনটিভির সঙ্গে থাকুক এমন প্রত্যাশার কথা জানান তিনি।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়ে এনটিভির সাফল্য ও তাঁদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
এর আগে সিটি মেয়র আ জ ম নাছিরকে এনটিভির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন চট্টগ্রামের এনটিভি ব্যুরোপ্রধান শামসুল হক হায়দরী। এ সময় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এনটিভির সাফল্য কামনা করা হয়।