দিনাজপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির এক যুগপূর্তি উপলক্ষে দিনাজপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবে এনটিভির দিনাজপুর জেলা প্রতিনিধি ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি মতিউর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ কুমার।
সভা পরিচালনা করেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আলতাফ উদ্দিন, দিনাজপুর চেম্বারের নির্বাহী সদস্য রাহবার কবীর পিয়াল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু, দৈনিক আজকের প্রতিভার বার্তা সম্পাদক আকরাম হোসেন বাবলু।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। সভায় কেক কেটে এনটিভির যুগপূর্তি উদযাপন করা হয়।