গাজীপুরে ডিজিটাল প্রি-পেইড মিটার কারখানার উদ্বোধন
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে ডিজিটাল প্রি-পেইড ইলেকট্রিক মিটার কারখানার উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড (বিডিপি) এবং বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের যৌথ উদ্যোগে এ ফ্যাক্টরি চালু করা হয়েছে।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০২১ সালের মধ্যে সারা দেশের ৮০ ভাগ এলাকায় যাতে বিদ্যুৎ দেওয়া যায়, তার জন্য দরকার লোড ম্যানেজমেন্ট করা এবং সঠিক পন্থায় বিদ্যুৎ সরবরাহ করা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রি-পেইড মিটার চালু করা হয়েছে। দেশে প্রায় দুই কোটি প্রি-পেইড মিটারের চাহিদা রয়েছে। আশা করা হচ্ছে, আগামী তিন বছরে প্রায় ৭০ শতাংশ চাহিদা পূরণ করা সম্ভব হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি তেল খাতে সরকার ২৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। ভর্তুকির সঙ্গে তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে। ভর্তুকির টাকা সমন্বয় শেষে আশা করা যায়, ভবিষ্যতে জ্বালানি খাতে একটা ভালো জায়গা দেখতে পাওয়া যাবে।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ও বিডিপি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, বিডিপির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিগেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারী, মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন বিদ্যুৎ বিতরণী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।