বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী গুরুতর আহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/16/photo-1497626644.jpg)
জয়পুরহাটের কালাই উপজেলার ধুনট গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদৌস আলম মারা গেছেন। এতে তাঁর স্ত্রী আফরোজা আকতার গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে কালাইয়ের ধুনট গ্রামে ফেরদৌসের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বলেন, সকালে ফেরদৌসের বাড়ির টিনের চাল বিদ্যুৎতায়িত হয়। তাতে ফেরদৌস স্পৃষ্ট হলে তাঁর স্ত্রী উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা গিয়ে আফরোজাকে উদ্ধার করলেও তাঁর স্বামীকে বাঁচাতে পারেননি।