বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাসিক কর্মচারীদের কর্মবিরতি
বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন।
আজ রোববার রাসিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে কর্মসূচি পালনকালে অফিস চলাকালীন করপোরেশনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
১১ দফা দাবির মধ্যে রয়েছে, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী দৈনিক মজুরি সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকায় বৃদ্ধি, স্থায়ী কর্মচারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, স্থায়ী কর্মচারীদের গৃহ নির্মাণে ব্যাংক ঋণের ব্যবস্থা, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পোষ্যদের চাকরি প্রদান, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরকালীন ভাতা সম্পূর্ণ প্রদান, স্থায়ী কর্মচারীদের বদলি, শোকজ ও সাসপেন্ড বন্ধ এবং বরখাস্তকৃতদের চাকরিতে পুনর্বহাল করা, সাংগঠনিক কাঠামো সংশোধন পূর্বক নিয়োগের ব্যবস্থা করা, মজুরিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী, কল্যাণ তহবিল বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদন ও স্থায়ী কর্মচারীদের পোশাক, জুতা ও ছাতাসহ সব বকেয়া পাওনা পরিশোধ করা।
কর্মসূচি পালনের সময় অনুষ্ঠিত সমাবেশে রাসিক শ্রমিক ইউনিয়ন সভাপতি দুলাল শেখ বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের যে আন্দোলন তা কিছুতেই দমিয়ে রাখা যাবে না। শ্রমিকদের জন্য ২০১৫-১৬ অর্থ বছরের যে বাজেট ছিল তা বাস্তবায়ন করা হয়নি। এর ওপর গৃহ নির্মাণের জন্য ৫০ কোটি টাকার ব্যাংক ঋণ দিতেও গড়িমসি করা হচ্ছে।
দুলাল শেখ বলেন, চতুর্থ শ্রেণির কর্মচারীদের পাওনা ৪০ লাখ টাকাও পরিশোধ করা হয়নি। এ অবস্থায় তাদের বাধ্য হয়েই আন্দোলন কর্মসূচি পালন করতে হচ্ছে। দাবি আদায় না হলে ঈদের পর লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের এই নেতা।