ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রতীক
এ বছর ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি আলোকচিত্রী সরকার প্রতীক। ডেইলি লাইফ স্টোরিজ বিভাগে দ্বিতীয় পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কার পাওয়া ছবিগুলোর শিরোনাম ‘হোয়াট রিমেইনস’। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘যা থাকে’।
আজ বৃহস্পতিবার এ পুরস্কার ঘোষণা করা হয়। বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে। সরকার প্রতীকের ছবিতে, সাদা দেয়ালের পটভূমিতে বার্ধ্যক্যের শুভ্র রূপকে উপস্থাপন করা হয়েছে।
চিত্রগ্রাহকদের একটি বিশেষজ্ঞ প্যানেল বিভিন্ন বিভাগের জন্য সেরা ছবি নির্বাচন করেন। ১৯৫৫ সাল থেকে আলোকচিত্রের বিভিন্ন শাখায় এ পুরস্কার দেওয়া হয়।
সরকার প্রতীকের জন্ম ১৯৮৬ সালে। ডকুমেন্টারি ফটোগ্রাফির পাশাপাশি তিনি ‘পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে’ শিক্ষকতা করছেন।
এক কর্মশালায় অংশগ্রহণের জন্য এখন চীনে অবস্থান করছেন সরকার প্রতীক। এ জন্য তাঁর প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। তাঁর কর্মস্থল পাঠশালার উপাধ্যক্ষ তানজিম ওয়াহাব এনটিভি অনলাইনকে বলেন, সরকার প্রতীকের এ ছবিটি তাঁর নানিকে নিয়ে। কিছুদিন আগেই মারা গেছেন তাঁর নানি। এই সময়ে ছবিটির এত বড় একটি পুরস্কার জেতা, তাঁর কাছে নিশ্চয়ই বিশেষ কিছু।
তানজিম বলেন, বাংলাদেশ এর আগে কখনো ওয়ার্ল্ড প্রেস ফটোর ডেইলি লাইফ স্টোরি বিভাগে পুরস্কার জেতেনি। বাংলাদেশের ছবি বলতে বিশ্ব বোঝে সমস্যা বা সংগ্রামের ছবি। সেখানে আমাদের ঘরের ছবি এত বড় স্বীকৃতি পেল, এটা বাংলাদেশের জন্যও একটি বড় অর্জন।
গত বছর প্রতিশ্রুতিশীল আলোকচিত্রী হিসেবে সরকার প্রতীক পেয়েছিলেন ওয়ার্ল্ড প্রেস ফটোর ‘২০১৪ জুপ সোয়ার্ট মাস্টার কাস ওয়ার্কশপে’ অংশগ্রহণের সুযোগ।