বিচারক প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিমকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবীরা। তাঁরা বিচারকের বিরুদ্ধে অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, অনৈতিক কর্মকাণ্ডসহ নানা অভিযোগে আনেন।
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির আহ্বানে আজ বুধবার সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতি ভবন থেকে বিক্ষোভ মিছিল বের বরে আইনজীবীরা। মিছিলটি আদালত চত্বর প্রদক্ষিণ করে। পরে আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনের সড়কে মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল, সাধারণ সম্পাদক শাহনুর রহমান শাহীন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মো. খলিলুর রহমান, সাবেক সংসদ সদস্য কাজী রাব্বীউল হাসান মোনেম প্রমুখ।
নানা অভিযোগে বিচারক মো. আব্দুর রহিমকে প্রত্যাহারের দাবিতে গতকাল বিকেলে ১০ জুলাই পর্যন্ত আলটিমেটাম দেন জেলা আইনজীবী সমিতির নেতারা। এ সময়ের মধ্যে বিচারককে প্রত্যাহার করা না হলে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন ও অনশনের হুমকি দেন নেতারা।