আ. লীগ কার্যালয়ে বোমা হামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ মিয়া শহিদুল আলম এ অভিযোগ গঠন করে পরবর্তী শুনানির জন্য ২ আগস্ট দিন ধার্য করেন।
অভিযুক্তরা হলেন হুজি নেতা মুফতি হান্নান, শাহাদাৎ উল্লাহ জুয়েল, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হাসেম শকু, ওবায়দুল্লাহ রহমান, ভারতের দিল্লির কারাগারে আটক আনিছুল মোরছালিন ও তাঁর ভাই মহিবুল মুত্তাকিম। এদের মধ্যে ওবায়দুল্লাহ রহমান, আনিছুল মোরছালিন ও মহিবুল মুত্তাকিম পলাতক আছেন।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ফজলুর রহমান জানান, এ মামলার ধার্য তারিখ ছিল আজ। বোমা হামলার ঘটনায় দুটি মামলা করা হয়। একটি হত্যা মামলা, অন্যটি বিস্ফোরক আইনের মামলা। দুটি মামলারই আজ হাজিরা ছিল। এর মধ্যে বিস্ফোরক মামলায় তিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগ গঠনের পর আদালত আগামী ২ আগস্ট শুনানির জন্য দিন ধার্য করেন।
এর আগে ২০১৩ সালের ২ মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এই ছয় আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করে।
২০০১ সালে ১৬ জুন রাত পৌনে ৮টার দিকে চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পীসহ ২০ জন নিহত হন। বোমা হামলার এ ঘটনায় তৎকালীন এবং বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানসহ আহত হন প্রায় অর্ধশত নেতা-কর্মী। তাদের মধ্যে দুই পা হারিয়ে চন্দন শীল ও রতন দাসসহ বেশ কয়েকজন এখনো দুর্বিষহ জীবনযাপন করছেন।