পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নয়জন নিহত
গাজীপুরের পোশাক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার নয় কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনন্ত ৩০ জন।
আজ সোমবার সন্ধ্যায় সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় অবস্থিত মাল্টিফ্যাবস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কারখানা ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার অধিকাংশই ধসে পড়ে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী জানায়, মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানার ডায়িং সেকশনে আজ কাজ চলছিল। ঈদের ছুটির কারণে কারখানার অন্য সেকশনের উৎপাদন বন্ধ ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারতলাবিশিষ্ট ওই কারখানা ভবনের নিচতলার বয়লার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় পুরো ভবন কেঁপে ওঠে এবং ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার বেশ কিছু অংশ ধসে পড়ে। এ ঘটনায় অনেক শ্রমিক হতাহত হন। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠাতে থাকেন। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। রাত সাড়ে ১১ টায় দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছিল।
১৯৯২-৯৩ সালে প্রতিষ্ঠিত এ কারখানায় সুইডেন, ডেনমার্ক, জার্মানি, জাপান, রাশিয়া, স্পেন, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশের পোশাকের কাজ হতো বলে কারখানা সূত্রে জানা গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান জানান, রাত সাড়ে ১১টা পর্যন্ত ঘটনাস্থল থেকে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।