গাজীপুরে বয়লার বিস্ফোরণ : দ্বিতীয় দিনের মতো উদ্ধার শুরু
গাজীপুরের কাশিমপুরে নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা শুরু করেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, মাল্টিফ্যাবস কারখানার চারতলা ভবনের নিচতলায় বয়লার বিস্ফোরণে নয়জন নিহত হন। আহত হন অন্তত ৫০ জন। এ ঘটনায় দ্বিতীয় দিন সকাল থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে বিস্ফোরণে নতুন করে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় আশপাশের মণ্ডল গ্রুপ, ইসলাম গার্মেন্টস, ডেল্টাসহ অন্তত ১০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
সকাল থেকেই কারখানার ফটকের সামনে নিহত শ্রমিকদের স্বজনদের ভিড় করতে দেখা গেছে। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ ছাড়া কয়েকজন শ্রমিক নিখোঁজ রয়েছেন দাবি করে কারখানা ফটকে অবস্থান করছেন তাঁদের স্বজনরা।
ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে ওই বয়লারটি বিস্ফোরিত হয়। এ সময় কারখানার দেয়াল ও মেশিনারিজের নিচে চাপা পড়ে অন্তত নয়জন শ্রমিক নিহত হন। আহত হন অর্ধশত শ্রমিক।