সাদা পতাকা নিয়ে সংঘাত বন্ধের দাবি
জনমনে স্বস্তি ফিরিয়ে আনা, জাতীয় সংকট নিরসন ও সংঘাত বন্ধের দাবিতে বাগেরহাটের মংলায় মৌন মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় তাদের প্রত্যেকের হাতে শান্তির প্রতীক হিসেবে সাদা পতাকা ছিল।
মংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আজ শুক্রবার সকাল ৯টায় বের হওয়া মৌন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মংলা পোর্ট পৌরসভা চত্বরে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি আলহাজ মাওলানা আবদুল আজিজ, পৌর সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, ছাত্রনেতা এস এম সালমান আশরাফী, মো. রিয়াজুল ইসলাম, মো. আল আমিন শেখ প্রমুখ। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নৈরাজ্য বন্ধ করে সংলাপের মাধ্যমে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
মানববন্ধন শেষে দেশব্যাপী সহিংসতায় নিহতদের জন্য ও দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।