পটুয়াখালীতে বিএনপি নেতা গ্রেপ্তার
পটুয়াখালীর পৌর কাউন্সিলর ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তারুজ্জামান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের সবুজবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাকির হোসেন জানান, তাঁর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় নাশকতার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।
ওসি আরো জানান, আক্তারুজ্জামানকে প্রথমে জিজ্ঞাসাবাদ করার জন্য আগামী রোববার আদালতে রিমান্ড চেয়ে আবেদন করা হবে। কাউন্সিলর নোবেল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এ ছাড়া গতকাল বৃহস্পতিবার বিকেলে নাশকতা মামলার আরেক আসামি রাহাত মজুমদারকেও আটক করেছে পুলিশ।