নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যা!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/09/photo-1499607932.jpg)
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারহানা আক্তার (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর স্বামীর নাম মো. আজাদ। ঘটনার পর নিহতের স্বামী, শাশুড়ি ছকিনা বেগম ও তাঁর ননদ পালিয়ে যায়।
নিহত গৃহবধূর বাবা জানান, ২০১৪ সালে দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল হোসেন কাশেমের মেয়ে ফারহানা আক্তার টুম্পার সঙ্গে পাশের ৪ নম্বর ওয়ার্ডের আজাদের বিয়ে হয়। তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকে আজাদ বিভিন্ন সময়ে ফারহানাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য শারীরিকভাবে নির্যাতন করতেন।
গতকাল শনিবার রাতে আবারো বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য ফারহানাকে চাপ দেন আজাদ। ফারহানা অস্বীকৃতি জানালে তাঁকে ব্যাপক মারধর করেন। একপর্যায়ে তাঁকে গলা টিপে হত্যা করেছে বলে নিহতের বাবা জানিয়েছেন।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মধু সূদন সরকার জানান,পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের গলায় ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে।
এসআই আরো জানান, ঘটনাটি নির্মম হত্যাকাণ্ড। এ ঘটনায় থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তার করা হবে।