পঞ্চগড়ে রাইস মিল থেকে ৭৩১ বস্তা সরকারি চাল উদ্ধার
পঞ্চগড় বিসিক শিল্প নগরীর পঞ্চগড় রাইস মিল নামক চাল প্রক্রিয়াকরণ কারখানা থেকে খাদ্য অধিপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ মোট ৭৩১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করা হয়। পুলিশ, র্যাব ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ওয়াদুদ।
অভিযানে পঞ্চগড় রাইস মিলের ভেতর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৩০৪ বস্তা ও ৫০ কেজি ওজনের ৪২৭ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে চালগুলো সেখানে জব্দ করে কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে পঞ্চগড় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়েছে।
এর আগে নানা অনিয়মের অভিযোগে বিসিক শিল্প নগরীর জিকো সরিষার তেল কারখানাকে পাঁচ হাজার টাকা ও আমন্ত্রণ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।