নাটোরের ছাতারদীঘি ইউনিয়নের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু
যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোট গ্রহণ। গত ৫ মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার রুদ্র মারা গেলে এই পদ শূন্য হয়।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল থেকে হালকা বৃষ্টি হলেও কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি সন্তোষজনক।
কুসুমকামিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শফিকুল ইসলাম জানান, সকাল ১০টার মধ্যেই ২৫০ জন ভোটার ভোট দিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ভোটার সংখ্যাও।
নির্বাচনে ছাতারদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ নৌকা, ছাতারদীঘি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল জলিল মাস্টার ধানের শীষ, জাতীয় পার্টির মাহফুজার রহমান লাঙ্গল এবং ওয়ার্কার্স পার্টির রুস্তম আলী হাতুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম জাকির হোসেন জানান, নির্বাচনে ১০টি ভোটকেন্দ্রে ৬১টি বুথে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ভোট গ্রহণের কাজে ১০ জন প্রিসাইডিং অফিসার, ৬১ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১২২ জন পোলিং অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে। ভোট গ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
ইউনিয়নে মোট ১৮ হাজার ৪৪১ ভোটারের মধ্যে নয় হাজার ৪৪৯ নারী ও নয় হাজার ৩৯২ জন পুরুষ ভোটার।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন জানান, সবকটি ভোটকেন্দ্রসহ ছাতারদীঘি ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ৩৩০ জন পুলিশ, ১৭০ জন আনসার-ভিডিপি সদস্য ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কাজ করছেন।
ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম আজাদুর রহমান। তিনি বাসসকে জানান, চারটি কেন্দ্রে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। এ ছাড়া একজন জুডিশিয়াল ও তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের দায়িত্বে নিয়োজিত আছেন। স্ট্রাইকিং ফোর্সের সঙ্গেও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।