রাজনীতি চরিত্রবান লোকদের করতে হবে : কাদের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/15/photo-1500121225.jpg)
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতি সৎলোকদের করতে হবে। রাজনীতি চরিত্রবান লোকদের করতে হবে। মেধাবীরা রাজনীতি না করলে রাজনৈতিক মঞ্চ মেধাশূন্য হয়ে যাবে।’
আজ শনিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মেধাবীরা রাজনীতি না করলে মেধাশূন্য ব্যক্তিরা দেশ চালাবে। যোগ্য ব্যক্তিরা এমপি না হলে অযোগ্য ব্যক্তিরা এমপি হবে। অযোগ্য ব্যক্তিরা মন্ত্রী-মিনিস্টার হবে। চরিত্রবান লোকেরা না এলে চরিত্রহীন লোকেরা, খারাপ লোকেরা রাজনীতির মঞ্চ দখল করবে।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘সাইলেন্ট সুনামির মতো সারা দেশে মাদক ইয়াবা ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে তরুণ সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয় চত্বরে শোভাযাত্রায় অংশ নেন ওবায়দুল কাদের।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিয়া। রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. আবুল হোসেন।