‘৭ হাজার আসামি, ৬ হাজার বিএনপির’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান দাবি করেছেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে সাত হাজার আসামি রয়েছে। এর মধ্যে ছয় হাজার বিএনপির নেতাকর্মী। এর মধ্যে পাঁচ হাজার ৩০০ জন গুলি খেয়েছে। সারা দেশে কিন্তু একই অবস্থা। গুলি খেয়েছে, হাসপাতালে আছে, কিন্তু চিকিৎসা নেই। হয়তো হাত কেটে ফেলতাছে, আস্তে আস্তে মরে যাবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের ওয়েলকাম কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ দাবি করেন সদ্য কারামুক্ত বিএনপির এ নেতা।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা সাইদুর রহমান ছুট্টু, অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, অ্যাডভোকেট হাছিবুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, শাহ মোহাম্মদ এমরান প্রমুখ।
বক্তারা বলেন, দেশে গুম-খুনের রাজনীতি করে সরকার বেশিদিন টিকতে পারবে না। অতীতেও কোনো সরকার একই কায়দায় বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি।
ইফতারের আগে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।