বিএনপির রাজনীতি মানুষ ও দেশের জন্য : আমান উল্লাহ আমান
বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, দেশের জন্য; স্বাধীনতার জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। আজ শুক্রবার (২৪ জানয়ারি) সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে আরাফাত রহমান কোকোর দশম শাহাদতবার্ষিকী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কালিন্দী ইউনিয়নে দোয়া মাহফিলে এ কথা বলেন।
আমানুল্লাহ আমান বলেন, অসহায় দরিদ্রদের পাশে সব সময় বিএনপি ছিল, আছে এবং থাকবে। কোনো রক্তচক্ষুকে বিএনপি ভয় পায় না। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে একটি নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আমানুল্লাহ আমান আরও বলেন, বিএনপি এ দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে আবারও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়ে তুলবে। সবাই অন্যায়-অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর উন্নয়নমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা সবাই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনাসহ মরহুম আরাফাত রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
আমান আরও বলেন, মরহুম আরাফাত রহমান কোকো যুব সমাজের মাইল ফলক হিসেবে এ দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার পরিবারের উপরে যে নির্যাতন অত্যাচার চালিয়েছে তা দেশবাসী জানে। দেশবাসী আজ আরাফাত রহমানের দশম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মেহেবুব হোসেন।
দোয়া মাহফিলে তারেক রহমানের পক্ষ থেকে এলাকার অসহায় দরিদ্রদের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করা হয়।