হিলিতে ২১ বাংলাদেশি আটক
ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ২১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পাসপোর্টসহ দেশে ফেরার বৈধ কাগজ না থাকায় আজ শনিবার সকাল ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে দুই হাজার ১০০ ভারতীয় রুপিও জব্দ করা হয়।
urgentPhoto
আটক ব্যক্তিরা হলেন এনামুল, আজিজুল, জয়নাল, শহিদুল, জুয়েল, রাজাবুন, মোবারক, শাহাজান, নাসির, ধনিরাম, বিমল, জামান, দুলাল, জাহাঙ্গীর, আকিবুল, জগো, মন্টু, বাবুল, ফারুক, তরিকুল ও মোহন। তাঁরা সবাই ঠাকুরগাঁও জেলা সদরের বাসিন্দা।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল জব্বার জানান, ২১ জন বাংলাদেশি বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে হিলি সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করেছে এমন খবর পেয়ে তাঁদের হিলি স্থলবন্দরের সিপি রোডের কাছে একটি বাড়ি থেকে আটক করা হয়। আটক ব্যক্তিদের অধিকাংশেরই বাড়ি ঠাকুরগাঁওসহ এর আশপাশের এলাকায়। সেখান থেকে ঠাকুরগাঁওয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা পাসপোর্ট ছাড়া দেশে প্রবেশের কথা স্বীকার করেন।
আবদুল জব্বার আরো জানান, আটক ব্যক্তিরা কাজের সন্ধানে বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান। ঈদ উপলক্ষে তাঁরা সীমান্ত পথে অবৈধভাবে দেশে ফিরছিলেন।
এ সময় আটক ধনিরাম বলেন, ‘আমরা কাজের সন্ধানে ভারতে গিয়েছিলাম। সেখানে আমরা নির্মাণ শ্রমিক ও দিনমজুর হিসেবে কাজ করতাম। ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলাম।’
আটক ব্যক্তিদের অধিকাংশই এক থেকে দুই বছর পর ভারত থেকে দেশে ফিরছিলেন বলে জানান হিলি চেকপোস্টের এ কর্মকর্তা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।