পাট জাগ দেওয়ার সময় বজ্রপাতে নিহত ২
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হরিহরা গ্রামে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিহরা গ্রামের রতন মোল্লা (৫০) ও ওয়াজেদ আলী (৪৫)।
গুরুতর আহত অবস্থায় ওয়াজেদ আলীর ছেলে আখিদুল ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে শৈলকূপা থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, হতাহতরা সকালে বাড়ির পাশে খালে পাট জাগ দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে রতন মোল্লা ও ওয়াজেদ আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আখিদুলসহ আরো দুজন। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।