তেঁতুলিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাসের ধাক্কায় মো. খোরশেদ আলী (৭৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের দৌলতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলীর বাড়ি তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায়।
স্থানীয়রা জানায়, আজ বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়ন থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন খোরশেদ। বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। খোরশেদ আলী সড়কের ওপর ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিরনইহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাসের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।