পুকুরে ভেসে উঠল এক পরিবারের ৪ শিশুর লাশ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৮টার পর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা এলাকার মিন্টু হোসেনের চার বছর বয়সী ছেলে রাব্বানী ও আট বছর বয়সী মেয়ে মেঘলা এবং তাঁর ভাই শিমুল হোসেনের নয় বছর বয়সী মেয়ে রত্রি ও সাত বছর বয়সী মেয়ে সন্ধ্যা বিকেলে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে একজনের লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে বাকি তিন শিশুর লাশ উদ্ধার করে।
একসঙ্গে এক পরিবারের চার শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।