জামিন জালিয়াতি : বেঞ্চ সহকারী কারাগারে
বিচারকের স্বাক্ষর জাল করে জামিন জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার বেঞ্চ সহকারী (পেশকার) মোসলেহ উদ্দিন ভূইয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার হওয়া পেশকারকে হাজির করে জেলহাজতে আটক রাখার আবেদন জানায়। আবেদনের পর ঢাকা মহানগর হাকিম মোল্যা সাইফুল আলম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মোসলেহ উদ্দিন ভূইয়া বর্তমানে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বেঞ্চ সহকারী (পেশকার) হিসেবে কর্মরত আছেন।
গত রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির উবাইদুল করিম আকন্দ বাদী হয়ে কোতোয়ালি থানায় পেশকার মোসলেহ উদ্দিন ভূইয়া ও পিয়ন মো. নাঈমসহ অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন।
এরপর আজ পেশকার মোসলেহ উদ্দিন ভূইয়াকে আদালত অঙ্গন থেকে গ্রেপ্তার করে কোতোয়ারি থানার পুলিশ। তবে পিয়ন সকালে আদালতে এসে গ্রেপ্তারের ভয়ে পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন ধরনের মামলার শতাধিক আসামিকে কারাগার থেকে মুক্তির অভিযোগ আনা হয়।
গত রোববার একটি জাতীয় দৈনিকে 'বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে শতাধিক আসামি মুক্ত' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলাটি জাল-জালিয়াতির হওয়ায় তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাই দুদক মামলায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করলে তখন এ আসামির রিমান্ড চাওয়া হবে। তাই আজ এ মামলার কোনো রিমান্ড চাওয়া হয়নি।