ঘরে বাবা-মা-মেয়ের লাশ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার শৈলাবুনিয়া গ্রামে নিজ ঘরে বাবা-মা ও তাঁদের মেয়েকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যার পর পুলিশ লাশ তিনটি উদ্ধার করে।
নিহত তিনজন হলেন কৃষক দেলোয়ার হোসেন (৫৫), তাঁর স্ত্রী পারভীন বেগম (৪৮) ও মেয়ে কাজলী বেগম (১৮)।
গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তিনজনকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
শৈলাবুনিয়া গ্রামের লোকজন জানায়, আজ বিকেলে কৃষক দেলোয়ারের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন দুর্গন্ধ পায়। তারা বুঝতে পারে এই দুর্গন্ধ কৃষকের ঘর থেকে বের হচ্ছে। ঘরের তালা খুলে তিনটি লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নিহতদের শরীরে কোপানোর দাগ রয়েছে।