শরীয়তপুরে বাসের চাপায় নিহত ১
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/14/photo-1436886940.jpg)
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বাসের চাপায় ইমতিয়াজ দালাল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভেদরগঞ্জ-রামভদ্রপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ দক্ষিণ রামভদ্রপুর গ্রামের আবদুল খালেক দালালের ছেলে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, সড়কের দক্ষিণ রামভদ্রপুর এলাকায় জেড ই এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাস ভেদরগঞ্জ থেকে রামভদ্রপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইমতিয়াজ দালাল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।