ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া গ্রামের রিকশাভ্যান ব্যবসায়ী হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সানা মোহাম্মদ মাহরুফ এ রায় দেন।
আসামিরা হলেন শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামের মশিয়ার রহমান ও সারুটিয়া গ্রামের শামীম।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মশিয়ার রহমান ও শামীম বাড়ি থেকে আনারুল হককে রিকশাভ্যান কেনার কথা বলে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর মশিয়ার ও শামীমকে আসামি করে শৈলকুপা থানায় মামলা করেন নিহতের বাবা তোফাজ্জেল হোসেন।