গরুচোর সন্দেহে পিটিয়ে চারজনকে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/10/photo-1502332850.jpg)
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গরুচোর সন্দেহে পিটিয়ে চারজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চরজুবলী ইউনিয়নের উত্তর কচ্চপিয়া গ্রামের নোয়ালিয়া বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন জাকির হোসেন (২৮)। তাঁর বাড়ি উপজেলার চর আমানউল্লাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামে।
এ ছাড়া আহত অবস্থায় চরজুবলী ইউপির হেলাল উদ্দিন (৩০) ও জাহাঙ্গীর আলমকে (৩৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, গত তিন মাসে এসব এলাকায় তিনশ থেকে চারশ গরু চুরি হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু চুরির উৎপাত বেড়ে যায়। শেষ রাতের দিকে একটি পিকআপ কচ্চপিয়া গ্রামের ভেতর ঢোকে। সেখানকার পাহারাদাররা গ্রামের লোকজনকে সেটি জানিয়ে দেন। একপর্যায়ে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। তখন পিকআপে থাকা লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের গণপিটুনি দেওয়া হয়। এতে চারজন ঘটনাস্থলেই নিহত হন। কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।
আগের গরু চুরির ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ থাকায় আজ গরুচোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁদের সঙ্গে থাকা আরো একজন গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চারটি লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।