জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ডেকোরেটর মিস্ত্রির মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/12/photo-1502524009.jpg)
জয়পুরহাটের কালাই উপজেলার তেলিহার গ্রামে বৃষ্টির মধ্যে ডেকোরেটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মিস্ত্রির মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন জয়পুরহাটের পার্শ্ববর্তী জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোমড়াদীঘি গ্রামের আফজাল হোসেন ও শাকিল আহমেদ।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ডেকোরেটর মিস্ত্রির মৃত্যুর ঘটনা জানিয়েছেন। তিনি জানান, উপজেলার তেলিহার গ্রামের মোতালেব হোসেনের বাড়িতে গত রাতে হালকায়ে জিকির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানের আগে স্থানীয় একটি ডেকোরেটর দোকানের মিস্ত্রিরা বৃষ্টির মধ্যেই শামিয়ানা টাঙানোসহ বৈদ্যুতিক তার টেনে ডেকোরেশনের কাজ করছিলেন। ওই কাজ করার সময় আনুমানিক রাত ১০টার দিকে হঠাৎ অসাবধানতাব্শত ডেকোরেটর মিস্ত্রি আফজাল হোসেন ও শাকিল আহমেদের শরীরে বিদ্যুৎবাহী তারের স্পর্শ লাগে। এতে উভয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরিদর্শক আরো জানান, উপস্থিত মুসল্লিরা আহত দুজনকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।