বিচারপতি খায়রুল হককে আইনি নোটিশ
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্য ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
সুলতান মাহমুদ জানান, নোটিশে বলা হয়েছে, “এ বি এম খাইরুল হক ষোড়শ সংশোধনী নিয়ে, প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায় নিয়ে খায়রুল হকের এ বক্তব্য আদালত অবমাননার শামিল।”
লিগ্যাল নোটিশের মাধ্যমে বিচারপতি খায়রুল হককে জাতির কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে বলেও জানান ওই আইনজীবী।
২৪ ঘণ্টার মধ্যে এ বি এম খাইরুল হক বক্তব্য প্রত্যাহার না করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।