স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফেরা হলো না বাবুলের
নাড়ীর টানে ঈদের ছুটিতে ঘরে ফেরা হলো না বাবুল হোসেনের (৩০)। পরিবারের সঙ্গে ঈদ করতে স্ত্রী ও একমাত্র ছেলেসন্তানকে মোটরসাইকেলে করে কর্মস্থল টাঙ্গাইল থেকে যাচ্ছিলেন বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামের বাড়িতে। পথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের মুলিবাড়ীতে আজ বৃহস্পতিবার বিকেলে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয় বাবুলের মোটরসাইকেলকে।
এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবুল, তাঁর স্ত্রী মাহফুজা খাতুন (২৩) ও তাদের একমাত্র সন্তান (তাৎক্ষণিক নাম পাওয়া যায়নি)। বাবুল বগুড়ার শেরপুর উপজেলার শিমলা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের টাঙ্গাইল শাখায় কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) আনন্দ কুমার এনটিভি অনলাইনকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাবুলের মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস পরিবহনের একটি বাস চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বাস রেখেই চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন বলে জানান এএসআই।