সিংড়ায় আত্রাই নদীর পানি বাড়ছে, পাঁচ ইউনিয়ন প্লাবিত
নাটোরে আত্রাই নদীর পানি বাড়ছে। গত দুইদিন ধরে ওই নদীর পানি বিপৎসীমার ৩৯ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আজ বুধবার আত্রাই নদীর পানি বিপৎসীমার ৪৪ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বেড়ে যাওয়ার কারণে সিংড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। চাদপুর, কতুয়াবাড়ি, মহিষমারী, বাগনগরকান্দিতে বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
পানিতে তলিয়ে যাওয়ায় সিংড়া-বলিয়াবাড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে। নদীর পানি বাড়ছে এবং এ বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার।
নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উপজেলা কৃষি বিভাগে কার্যালয়ে হল রুমে প্রশাসনের কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সাথে বৈঠকে বন্যা মোকালায় সকল বিভাগকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন তিনি।