মাদক জঙ্গিদের চেয়েও খারাপ : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘মাদক জঙ্গিদের চেয়ে আরো খারাপ। জঙ্গিরা একটা মানুষ হঠাৎ করে মেরে ফেলে। কিন্তু যদি কেউ মাদকাসক্ত হয়, সে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত হয়।’
আজ বৃহস্পতিবার শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কে এম শহীদুল হক এ কথা বলেন। নড়িয়া উপজেলা পরিষদ ওই মতবিনিময় সভার আয়োজন করে।
পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘জঙ্গি, মাদক এসব সামাজিক সমস্যা যদি আমরা দূর করতে না পারি, তাহলে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জনমত তৈরি করতে চাচ্ছি। জনগণ এই জঙ্গিদের বয়কট করবে, বঙ্গবন্ধুর দেশে কোনো জঙ্গি আস্তানা হবে না।’
শহীদুল হক আরো বলেন, ‘একটি সন্তান যদি মাদকাসক্ত হয়, পুরো পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। সন্তান যাতে মাদকাসক্ত না হতে, পারে সে দায়িত্ব পরিবারকেই নিতে হবে। আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি। পুলিশের প্রতিটি সদস্য একদিনের বেতনের অর্থ দিয়ে তার এলাকায় মাদকাসক্ত চিকিৎসা সহায়ক কমিটি করবে। এ কমিটির মাধ্যমে অসচ্ছল পরিবারের যারা মাদকাসক্ত হয়ে গেছে, তাদের চিকিৎসা করাব। কোনো ধনাঢ্য ব্যক্তি যদি এ ফান্ডে টাকা দিতে চান আমরা তা নেব।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে পানি উন্নয়ন বোর্ড প্রায় এক হাজার ৩০০ কোটি টাকার একটি প্রকল্প আগামী সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) যাবে। আমরা নড়িয়াকে রক্ষা করতে কাজ করে যাচ্ছি। আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে।’
সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য নাভানা আক্তার, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) মমতাজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) মোহাম্মদ আলীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
জেলার জাজিরা উপজেলার বড়কান্দি থেকে নড়িয়ার সুরেশ্বর পর্যন্ত প্রায় নয় কিলোমিটার এলাকাজুড়ে চলছে নদীভাঙন। গত এক মাসে পদ্মার ভাঙনে প্রায় এক হাজার পরিবার গৃহহীন হয়েছে।