ডাকাতের গুলিতে যুবক নিহত, এরপর গণপিটুনিতে ডাকাত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের চৌমহন চরে ডাকাতের গুলিতে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় জনতার পিটুনিতে এক ডাকাতও নিহত হয়েছে। আটক করা হয়েছে একজনকে।
গতকাল মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম দুলাল মিয়া (৩৫)। তবে গণপিটুনিতে নিহত ডাকাতের নাম-পরিচয় জানা যায়নি।
আটক ব্যক্তির নাম খোকা মিয়া (৩০)। তাঁর কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ডাকাতদের হামলায় বাবুল নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ময়নুল হকের ভাষ্য, মঙ্গলবার রাতে ১৫-১৬ জনের একটি ডাকাত দল নৌকায় করে চৌমহন চরে ডাকাতি করতে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ডাকাতদলকে ধাওয়া করে। তখন ডাকাত সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুলাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে ডাকাতরা দুলালকে কুপিয়ে হত্যা করে।
ময়নুল হক জানান, ঘটনার সময় স্থানীয় জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। আটক করা হয়েছে একজনকে। আটক ব্যক্তির কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।