পঞ্চগড়ে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে রিমান্ডে
পঞ্চগড়ের চার বছরের শিশু আশামনি হত্যার সন্দেহভাজন বাবা ও ছেলেকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ আদেশ দেন।
গতকাল মঙ্গলবার গভীর রাতে জেলা শহরের তুলাডাঙ্গা এলাকা থেকে তিনজনকে করা হয়। তারা হলেন ওই এলাকার জাহাঙ্গীর হোসেন (৪৮) ও তার ছেলে সাজু (১৯) এবং একই এলাকার জাহেরা খাতুন (৫০)।
জাহেরা খাতুনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জাকারিয়া হোসেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৬ মে তুলারডাঙ্গা এলাকায় নিজ বাড়িতে খেলাধুলার একপর্যায়ে নিখোঁজ হয় আশরাফুল ইসলামের চার বছরের কন্যা আশামনি। নিখোঁজের পরদিন প্রতিবেশী জাহাঙ্গীরের শোয়ার ঘরের পেছন থেকে ওই শিশুর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গত ১৭ মে পঞ্চগড় সদর থানায় একটি ইউডি মামলা হয়।
ঘটনার প্রায় তিন মাস পর ওই শিশুর বাবা আশরাফুল ইসলাম জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে সাজুসহ পাঁচজনকে সন্দেহভাজন আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা করেন। সম্প্রতি ওই শিশুর ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে উল্লেখ করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে সাজু ও জাহেরা খাতুনকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকারিয়া হোসেন জানান, শিশুটির ময়নাতদন্তের প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার কথা বলা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।