মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন বাবা
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকাসক্ত এক ছেলেকে গাঁজাসহ ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেছেন তাঁর বাবা। আজ বুধবার উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ফুলতলা গ্রামের বাসিন্দা মো. মিনু মিয়া তাঁর ছেলে নয়ন মিয়াকে (২৪) ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহমুদ হাসান নয়ন মিয়াকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন।
বোদা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, নয়ন মিয়া মাদক সেবনের এক পর্যায়ে মাদক বিক্রি শুরু করেন। তার বাবা-মা এ কাজে বাধা দিলে তাঁদের ওপর নির্যাতন করা হয়। পরে নয়নের বাবা মিনু মিয়া গত এক মাস আগে ছেলের বিচার চেয়ে ইউএনওর কাছে লিখিত আবেদন করেন। ওই আবেদনের বিষয়ে জানতে পেরে বাবা-মায়ের ওপর নয়নের নির্যাতন বেড়ে যায়।
মাসুম বিল্লাহ আরো জানান, মাদক বিক্রির প্রতিবাদ করায় আজ সকালে নয়ন তাঁর বৃদ্ধ মাকে মারধর করেন। এতে নয়নের মা গুরুত্বর আহত হন। এলাকার বাসিন্দারা ওই বৃদ্ধাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুপুরে ফুলতলা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে মিনু মিয়া তাঁর ছেলেকে গাঁজাসহ হাজির করেন। পরে ইউএনও সৈয়দ মাহমুদ হাসান নয়নকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।