২ দিন আগে গ্রেপ্তার যুবদল নেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/24/photo-1503545052.jpg)
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যুবদল নেতা মো. আলম (৪০) নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানান বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজেদ।
মো. আলম আলাইয়াপুর ইউনিয়নের বালুচরা গ্রামের কোরষ পাটোয়ারী বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি আলাইয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।
ওসি দাবি করেন, গত মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আলমকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সূত্র ধরে রাতে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় আলম নিহত হন। পরে সেখান থেকে কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আরো দাবি করেন, আলম পুলিশের তালিকাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে।