সাইকেল চুরি, গণপিটুনির পর যৌনাঙ্গ জখম
পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় সাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে ছুরি দিয়ে তাঁর যৌনাঙ্গের চামড়া কেটে ফেলে।
আহত ব্যক্তির নাম রমেশ চন্দ্র বর্মণ (৩৫)। তাঁর বাড়ি উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমরুর হাট গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, রমেশ চন্দ্র বর্মণ গত বৃহস্পতিবার চন্দনবাড়ি এলাকার গোমস্তাপাড়া গ্রামের এনামুল হকের সাইকেল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন। পরে তাঁকে পিটুনি দেয় স্থানীয়রা। এরপর বাজারের ইয়াং স্টার ক্লাবঘরে ঢুকিয়ে ছুরি দিয়ে যৌনাঙ্গের চামড়া তুলে নেয়। স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্লাবঘর থেকে রমেশকে উদ্ধার করে বোদা থানার পুলিশ।
রমেশকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়ার পর চিকিৎসক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। শুক্রবার বিকেলে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু অর্থ না থাকায় সেখানে নিতে পারেননি পরিবারের সদস্যরা।
এদিকে বৃহস্পতিবার রাতেই সাইকেলের মালিক এনামুল গণপিটুনির শিকার রমেশের বিরুদ্ধে সাইকেল চুরির মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বোদা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজ উদ্দিন জানান, সাইকেল চুরির ঘটনায় মামলা হয়েছে। বর্তমানে রমেশের চিকিৎসা চলছে।
এদিকে সাইকেল চুরির মামলার বাদী এনামুলের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।