জাজিরায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৪
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/19/photo-1437312284.jpg)
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আজ রোববার আল আমীন হাওলাদার (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জাজিরা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
নিহত আল আমিন হাওলাদার জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের হাওলাদারকান্দি গ্রামের মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে।
জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওলাদারকান্দি গ্রামের সোনামুদ্দিন হাওলাদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আল আমিনদের পরিবারের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। আজ রোববার দুপুরে আল আমিন হাওলাদার বাড়ির সামনের রাস্তায় গেলে সোনামুদ্দিন হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার, আলমগীর হাওলাদার, আনু ভেন্ডার, রব হাওলাদার, আক্তার হাওলাদার, বিল্লাল হোসেন ও নূর হোসেনসহ আরো ১৫-২০ জন তাঁকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আল আমিনের মা কুলসুম বেগম (৬৫) বলেন, ‘আমার বুকের মানিক কোনো দিন কারো ক্ষতি করে নাই। গ্রামের কোনো দলাদলির সঙ্গেও ছিল না। ঢাকায় ব্যবসা করত। ঈদের পরে ওকে বিয়ে দিতে পাত্রী খুঁজছিলাম। কিন্তু সন্ত্রাসীরা আমার কাছ থেকে আমার মানিককে কেড়ে নিল। ওরা আরো অনেক মায়ের বুক খালি করেছে। আমি ওদের ফাঁসি চাই।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জাহাঙ্গীর হাওলাদার, ভেন্ডার আনু মাদবর, বিল্লাল হোসেন ও নূর হোসেনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।