ইনানি সৈকতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানি সমুদ্রসৈকতে গোসল করতে গিয়ে মো. রুবেল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে সমুদ্র থেকে রুবেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত রুবেল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী গ্রামের আবুল কাশেমের ছেলে।
ইনানি সমুদ্রসৈকতে দায়িত্বরত উদ্ধারকারী দল রবি লাইফগার্ডের কর্মী সুমন জানান, রুবেল ও তার তিন বন্ধু আজ দুপুর আড়াইটার দিকে ইনানি বিচে সমুদ্রে গোসল করতে নামে। একপর্যায়ে ভাটার টানে তারা পানিতে ভেসে যায়। ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত তিনিসহ লাইফগার্ডের অন্যান্য কর্মী ও স্থানীয় লোকজন রুবেলের তিন সঙ্গীকে জীবিত উদ্ধার করেন। পরে ঘটনাস্থলের আশপাশে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সাড়ে ৩টার দিকে রুবেলের মৃতদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, ‘সমুদ্রে গোসল করতে নেমে এক কিশোরের মৃত্যুর খবর শুনেছি।’