সমুদ্রপাড়ে নাট্যকার ফারুক নিখোঁজ

নাট্যকার ফারুক হোসেন কক্সবাজারে আজ সমুদ্রসৈকত ধরে হাঁটার সময় নিখোঁজ হয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার, প্রযোজক ও অভিনেতা আরশাদ আদনান।
আরশাদ আদনান জানান, আজ রোববার বেলা ৩টার দিকে তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে পানিতে নামতে চাইলে সেখানকার কোস্টগার্ডের দায়িত্বে থাকা সদস্যরা তাঁদের সাগরে নামতে নিষেধ করেন। তবে ফারুক আশ্বস্ত করে জানান, তাঁরা পানিতে নামবেন না, শুধু সৈকতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন। এর কিছুক্ষণ পরই সমুদ্রপাড়ে ফারুকসহ দুজন চোরাবালিতে হারিয়ে যান বলে জানিয়েছেন গার্ডরা। চোরাবালিতে আটকে যাওয়া দুজনের মধ্যে একজনকে উদ্ধার করতে পারলেও রাত সাড়ে ১০টা পর্যন্ত নাট্যকার ফারুক হোসেন নিখোঁজ রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফারুকের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
আদনান আরো জানান, উদ্ধারকাজে কোস্টগার্ডের সদস্যরা বলেছেন, রাত সাড়ে ১১টায় জোয়ার থাকা পর্যন্ত উদ্ধারকাজ চালানো যাবে। স্থানীয় জেলেদেরও উদ্ধারকাজে সম্পৃক্ত করা হয়েছে বলেও জানান তিনি। ফারুক ও তাঁর বন্ধুরা কক্সবাজারের মেরিডিয়ান হোটেলে উঠেছিলেন।
ফারুক হোসেন ‘সুলতানা বিবিআনা’, ‘পাষাণ’সহ বেশ কিছু চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন। এরই মধ্যে আরো কয়েকটি ছবির কাজ করার কথা ছিল তাঁর। এনটিভিতে প্রচারিত ‘একদিন ছুটি হবে’ নাটকটিরও রচয়িতা তিনি। ফারুক হোসেনকে খুঁজে পেতে এরই মধ্যে প্রযোজক আরশাদ আদনান কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন।