ঝিনাইদহ সদরের স্কুলগুলোর ৯৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী ৪ সেপ্টেম্বর
ঝিনাইদহ সদরের সব স্কুলের ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। অনুষ্ঠানে অংশ নিতে ২৯ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাঁরা ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এবং যাঁদের অংশগ্রহণের কথা থাকলেও কোনো কারণবশত অংশ নিতে পারেননি, তাঁরা সবাই এই অনুষ্ঠানে যোগ দিতে রেজিস্ট্রেশন করতে পারবেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন করতে এই নম্বরগুলোতে (০১৭১১১৯৫৭৫০, ০১৭১১৪৮১৮২৯, ০১৭১১০১১০২৯, ০১৭১৭৪৮৯৮২০) যোগাযোগ করতে বলা হয়েছে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।