রাঙামাটিতে বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ইউনিয়ন পরিষদের তালা ভেঙে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি উল্টে রেখে সদস্য সংগ্রহ অনুষ্ঠান করার অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল রোববার বিকেলে উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা বাদী হয়ে কাপ্তাই থানায় মামলাটি করেন।
মামলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি দিলদার হোসেন ছাড়াও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জাফর আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম সম্পাদক হাবিব উল্লাহ, উপজেলা চেয়ারম্যানের ভাই ও ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি একরাম হোসেন, উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হযরত আলী সুমন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম ও বিএনপি নেতা আপাই মারমার নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ আগস্ট ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠান আয়োজনের অনুমতি চাওয়া হয়। সেখানে তাঁদের অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা সেখানে অনুষ্ঠান না করে ইউনিয়ন পরিষদের নতুন ভবনে যান। সেখানে গিয়ে বিএনপির নেতাকর্মীরা তালা ভেঙে ভবনে প্রবেশ করেন। এর পর কক্ষে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি উল্টে রেখে নিজেদের ব্যানার টাঙিয়ে অনুষ্ঠান করেন তাঁরা।
মামলার বিষয়ে ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা বলেন, ‘আমার কাছে তাঁরা (বিএনপির নেতাকর্মীরা) পুরাতন ভবনে অনুষ্ঠান করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাঁরা অনুমতি ছাড়া নতুন ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অনুষ্ঠান করেন। এ সময় তাঁরা বঙ্গবন্ধু ও সরকারপ্রধান শেখ হাসিনার ছবি উল্টিয়ে রাখেন, যা স্পষ্টত অবমাননা। তাই আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছি।’
তবে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি দিলদার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এত দিন পর উনার মনে হলো, আমরা অনুমতি ছাড়া সমাবেশ করেছি, এটি হাস্যকর। আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’
ছবি উল্টে রাখার বিষয়ে জানতে চাইলে দিলদার হোসেন বলেন, ‘আমি তো অতিথি ছিলাম। আমি বিষয়টি জানি না।’
এ ব্যাপারে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নূর বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’