বরিশালে হোটেল থেকে পড়ে যুবক নিহত
বরিশাল নগরীর সদর রোডে এরিনা (প্রা.) লিমিটেড নামের একটি হোটেলের পাঁচতলার একটি কক্ষের কাঁচ ভেঙে নিচে পড়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। রাত ৪টার দিকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত সুমন সিকদার (৩৫) নগরীর কাশীপুর ফিশারি রোডের বাসিন্দা আলতাফ সিকদারের ছেলে।
রাতে দায়িত্বে থাকা হোটেলের কর্মকর্তা মো. মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কাঁচ ভাঙার বিকট শব্দ হলে হোটেলের পাশে রাস্তায় গিয়ে দেখেন এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। পরে হোটেলের লোকজন পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
মাহমুদ জানান, যে কক্ষের (৫০৭ নম্বর) কাঁচ ভেঙে এই ঘটনা ঘটেছে সেই কক্ষটি রোববার দুপুরের দিকে এক ব্যক্তি ভাড়া নেন।
এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বন্ধু ওই কক্ষের আরেক বাসিন্দা নগরীর বগুড়া রোডের শওকতকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বটতলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. নাঈম।
শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহত সুমন সিকদার ওপর থেকে নিচে পড়ে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত পান। মস্তিস্কে রক্তক্ষরণের কারণে দীর্ঘক্ষণ চেষ্টার পরও সোমবার ভোররাত ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃতদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের লাশ রাখা কক্ষে রাখা হয়েছে।
বরিশাল নগরের কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক গোলাম কবির ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।