চরফ্যাশনে জেলেকে কুপিয়ে হত্যা, আটক ৪
ভোলার চরফ্যাশন উপজেলায় আবদুল মান্নান (৩০) নামের এক জেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার নীলকমল ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন চরফ্যাশন এলাকার ফরিদ, বিক্রমপুরের মিঠু ওরফে হাবিব, নোয়াখালীর শাজাহান ও ঢাকার সুমন। তাঁরা পেশাদার ছিনতাইকারী বলে ধারণা করা হচ্ছে। আটকের সময় তাঁদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
চরফ্যাশন থানার পুলিশ সূত্রে জানা যায়, রাতে মুন্সিরহাট থেকে নীলকমলের বাড়িতে যাচ্ছিলেন আবদুল মান্নান। পথে চার ছিনতাইকারী তাঁর পথরোধ করে টাকা-পয়সাসহ মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে কুপিয়ে মান্নানকে হত্যা করা হয়। খবর পেয়ে চরফ্যাশন থানার পুলিশ লাশ উদ্ধার করে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক চারজনকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।